দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৬৭৮, উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট

উদ্বেগজনক কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র,কেরলের করোনা পরিস্থিতি।

July 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভয়ংকর রূপ নিচ্ছে দেশের করোনা সংক্রমণ। সঙ্গে লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেসও। উদ্বেগজনক কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র,কেরলের করোনা পরিস্থিতি। যতদিন যাচ্ছে, নতুন করে বাড়ছে করোনার অস্বস্তি। চিন্তায় ফেলছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ১৬,৬৭৮ জন। বর্তমানে মোট সক্রিয় রোগী সংখ্যার ১ লক্ষ ৩০ হাজার ৭১৩।

এখনও পর্যন্ত করোনার কবল থেকে মুক্ত হয়েছেন দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৮৩ হাজার ১৬২ জন । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪,৬২৯ জন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। অ্যাক্টিভ কেসের হার ০.৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ২৬ জন। মোট প্রাণ হারিয়েছেন সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪৫৪।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen