মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ? পাঁচ রাজ্যের ভোট বৈতরণী পেরোতে ভরসা রদবদল

ফের মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ?

July 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ? বেশ কিছু দিন যাবৎই মোদী সরকারের বিভিন্ন মন্ত্রকের রদবদলের কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর নতুন ছয় মন্ত্রী পেতে চলেছে রাজ্য। শোনা যাচ্ছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড় এবং কর্ণাটক থেকে সাংসদদের মন্ত্রিসভায় আনা হতে পারে। সূত্রের খবর, পূর্ণমন্ত্রীর তুলনায় রাষ্ট্রমন্ত্রীর সংখ্যা বেশি হবে। ৮ থেকে ১০টি পদের রদবদলের সম্ভাবনার কথা জানা যাচ্ছে।​​

আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনী বৈতরণী পেরোতেই রাজ্যগুলিকে মন্ত্রী উপহার দিতে চলেছে মোদী সরকার, এমনটাই মত রাজনীতির কারবারিদের। বাংলার ভাগ্যে আদৌ মন্ত্রী প্রাপ্তি হবে কিনা তা জানা যাচ্ছে না। সূত্র মারফত খবর, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে হয়ত উত্তরবঙ্গের কোন সাংসদ মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।

বলাইবাহুল্য, যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, সেই রাজ্যগুলির সাংসদেরই মন্ত্রিসভায় অগ্রাধিকার দেবেন মোদী। মন্ত্রিসভা থেকে কারা বাদ পড়বেন ইতিমধ্যেই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জাহাজ, সড়ক পরিবহণ, রেল, কয়লা, বিদ্যুৎ ইত্যাদি মন্ত্রকে রদবদলের কানাঘুষো শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen