পড়ছে গরম, যত্ন নিতে হবে পোষা মাছদের

January 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi


গরমকালে অ্যাকোয়ারিয়ামের জলের তাপমাত্রা বেড়ে ৩০-৩২ ডিগ্রির ওপরে যাওয়ার মাছের ক্ষতি হয়, মাছের প্রাণও যেতে পারে। ঘরে এয়ার কন্ডিশনার থাকলে, তা চালিয়ে রাখলে ঘরের পাশাপাশি অ্যাকোয়ারিয়ামের জলের তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

ফটো সৌজন্যেঃ- aqueon.com

অনেকেই অ্যাকোয়ারিয়ামে চিলার ব্যবহার করেন। তাতে নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দিলে, জল সেই তাপমাত্রায় নেমে যায়। কিন্তু এই ধরনের চিলারের দাম খুব বেশী। যাঁরা চিলার ব্যবহার করতে পারেন না, তাঁদের জন্য অ্যাকোয়ারিয়ামে লাগানোর কুলিং ফ্যানও পাওয়া যায়।

এই কুলিং ফ্যান চালিয়ে রাখলে জলের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। তবে কুলিং ফ্যানের সংখ্যা নির্ভর করে অ্যাকোয়ারিয়ামের আয়তনের ওপর। অনেকে দুপুরে জলে সামান্য ঠান্ডা জল মিশিয়েও দেন। তবে হঠাৎ করে তাপমাত্রা যেন খুব কমে না যায়, সেদিকেও নজর রাখা দরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি