দেশ বিভাগে ফিরে যান

ভোল পাল্টে দ্রৌপদীকে সমর্থনের ঘোষণা শিবসেনার, কী বলছে রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক?

July 13, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: Lokmat.com

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে বিজেপি। রাষ্ট্রপতি ভোট নিয়ে একে একে দেশের প্রায় সব রাজনৈতিক দলই নিজের নিজের অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে টালমাটাল অবস্থায় মহারাষ্ট্র। উদ্ধব সরকারের পতন ঘটে গিয়েছে। দোদুল্যমান শিবসেনায় নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখতে এবং মহারাষ্ট্রের জনজাতি ভোটের কথা মাথায় রেখে উদ্ধব ঠাকরে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।

১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। শিবসেনার জনপ্রতিনিধিরা কাকে ভোট দেবেন তা ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসেন শিবসেনার সাংসদেরা। আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে জনজাতি সমাজের ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই, জনজাতি সমাজের প্রতিনিধি দ্রৌপদীকে সমর্থনের সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরের দল।

দ্রৌপদীকে সমর্থন করার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনিই জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনে শিবসেনা সব সময় যোগ্য ব্যক্তিকে সমর্থন করে। প্রতিভা পাটিল, প্রণব মুখোপাধ্যায়েরা বিরোধী শিবিরের প্রার্থী হলেও, দেশের জন্য বারবার যোগ্য ব্যক্তিকেই নিজেদের সমর্থন জানিয়েছে তার দল। পরে ১২ জুলাই সন্ধ্যায় উদ্ধব জানিয়ে দেন, দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবে শিবসেনা। যদিও শিবসেনার শরিক দল কংগ্রেস জানাচ্ছে, শিবসেনা জোটসঙ্গীকে দ্রৌপদীকে সমর্থনের বিষয়ে তাদের সঙ্গে কোন কথাই বলেনি।​

প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হতেই বিজেডি নিজ রাজ্যের রাজনীতিকের সমর্থনে এগিয়ে এসেছে। অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসও সমর্থন জানাবে বলেই শোনা যাচ্ছে। বিজেপি প্রার্থী সাঁওতাল সমাজের প্রতিনিধি, ফলত ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম বাধ্য হয়েই তাকে সমর্থন দেবে। টিএসআর ছাড়া যশোবন্তের সমর্থনে আর কোন দলকেই তেমন দেখা যাচ্ছে। আম আদমি পার্টি ছাড়া ইতিমধ্যেই দেশের অধিকাংশ দল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uddhav Thackeray, #shivsena, #President election, #Draupadi murmu

আরো দেখুন