দেশ বিভাগে ফিরে যান

১৫ জুলাই থেকে বিনামূল্যে মিলবে করোনার বুস্টার টিকা

July 13, 2022 | < 1 min read

১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দে‍ওয়া হবে বুস্টার টিকা। দেশ জুড়ে করোনায় সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এই ধরনের একটি সিদ্ধান্ত যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে চিকিৎসকমহল।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, ‘‘স্বাধীনতার ৭৫তম বর্ষের উদযাপন হচ্ছে দেশ জুড়ে। কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির আ‍ওতায় বিনামূল্যে বুস্টার টিকা পাওয়া যাবে আগামী ৭৫ দিন পর্যন্ত।’’

করোনার দ্বিতীয় টিকা এবং বুস্টার টিকার দেওয়ার মধ্যে ব্যবধান সম্প্রতি কমিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী ১৮ থেকে ৫৯ বছর বয়সি প্রাপ্তবয়স্করা দ্বিতীয় টিকা নেওয়ার ছ’মাস পর বুস্টার নিতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid booster doses, #Free Covid Booster, #Booster Shot

আরো দেখুন