পর্যটক টানতে বাংলাজুড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালুর ভাবনা রাজ্যের
পর্যটন শিল্পের প্রসারে এবার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উপর জোর দিচ্ছে রাজ্য। দেশ-বিদেশ ও রাজ্যের পর্যটকের কাছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পীঠস্থান হয়ে উঠেছে দার্জিলিং। ‘রিভার র্যাফটিং’ ‘মাউন্টেন বাইকিং’ ও ‘প্যারাগ্লাইডিং’ গ্রে সেলকে রোমাঞ্চিত করে অ্যাড্রিনালিনের ক্ষরণ বাড়িয়ে দিতে সব উপকরণই রয়েছে দার্জিলিঙে। পাহাড়কে কেন্দ্র করেই অ্যাডভেঞ্চার ট্যুরিজম পলিসি নিচ্ছে রাজ্য।
অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালু স্থানীয়দের কর্মসংস্থান হবে। অ্যাডভেঞ্চার স্পোর্টসে তাদের দক্ষতা প্রসারে ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়া পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশিক্ষণও দেবে রাজ্য। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নিযুক্তদের স্বনির্ভর করতে আর্থিক সহয়তাও দেবে রাজ্য। প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা নিজ নিজ এলাকায় অ্যাডভেঞ্চার ট্যুরিজমে কাজ করে আয় করবেন।
তিস্তা আর রঙ্গিত নদীতে রিভার র্যাফটিং, কালিম্পংয়ের ডেলোয় প্যারাগ্লাইডিং, পাহাড়ি রুটে মাউন্টেন বাইকিং সব মিলিয়ে জমজমাট ব্যবস্থা। কিন্তু কেবল পাহাড় নয়, উত্তরবঙ্গের জঙ্গল, দক্ষিণবঙ্গের সমুদ্র সব জায়গাতেই অ্যাডভেঞ্চার ট্যুরিজম শুরু পরিকল্পনা নিয়েছে রাজ্য।