← রাজ্য বিভাগে ফিরে যান
নারকেল ফাটিয়ে শুরু হল দেউচা-পাচামি কয়লা খনির খননকাজ
বৃহস্পতিবার নারকেল ফাটিয়ে শুরু হল এশিয়ার বৃহত্তম কয়লা খনির খননকাজ। দেউচা-পাচামির ১৪টি এলাকায় শুরু হয়েছে খননকাজ।
বৃহস্পতিবার সকালেই বীরভূমের মহম্মদবাজার ব্লকের কেন্দ্রাপাহাড়ি এলাকায় পিডিসিএলের পক্ষ থেকে মেশিনটি পৌঁছয়। প্রশাসন সূত্রে খবর, দেওয়ানগঞ্জ, হরিণসিঙা, কেন্দ্রাপাহাড়ি-সহ আশেপাশের ১৪টি এলাকায় খননের সমীক্ষা হবে। তাতেই বোঝা যাবে, মাটির নিচে কোন স্তরে এখানে কয়লা মিলবে।
নানান প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার থেকে প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ায় আশেপাশের বাসিন্দারা। জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘কেন্দ্রাপাহাড়ির মানুষদের সহযোগিতায় খননকাজ শুরু হল। এক মাসের মধ্যে কাজ শেষ হবে। তারপরই সমীক্ষা করে কয়লার জন্য মাইনিং প্ল্যান তৈরি করা হবে।’’