ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক
দ্বিতীয় রাউন্ডের ভোটের হিসেবে সুনকের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বুকমেকার প্রিয় পেনি মোরডাউন্ট। সুনক পেয়েছেন ১০১ ভোট । ৮৩টি ভোট পেয়েছেন পেনি মোরডাউন্ট।
July 14, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় রাউন্ডেই সব থেকে বেশি ভোট পেয়ে এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীই কনজারভেটিভ পার্টির নেতাও নির্বাচিত হলেন। তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি ইয়াবার হতে পারেন বরিস জনসনের উত্তরসূরি হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা।
দ্বিতীয় রাউন্ডের ভোটের হিসেবে সুনকের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বুকমেকার প্রিয় পেনি মোরডাউন্ট। সুনক পেয়েছেন ১০১ ভোট । ৮৩টি ভোট পেয়েছেন পেনি মোরডাউন্ট।