← দেশ বিভাগে ফিরে যান
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০,০৩৮, অ্যাক্টিভ কেস বেড়ে ০.৩২ শতাংশ
গত দুদিন দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজার পার করল ভারতে। পজিটিভিটি রেট ৪.৪৪ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা বাড়ছে যা উদ্বেগ বাড়াচ্ছে। সব থেকে বেশি করোনা সংক্রমিত রাজ্যগুলি হল – কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ২০,০৩৮ জন। বর্তমানে মোট সক্রিয় রোগী সংখ্যার ১ লক্ষ ৩৯ হাজার ৭৩ জন।
এখনও পর্যন্ত করোনার কবল থেকে মুক্ত হয়েছেন দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৪৫ হাজার ৩৫০ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬,৯৯৪ জন। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ। অ্যাক্টিভ কেসের হার ০.৩২ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৪৭ জন। মোট প্রাণ হারিয়েছেন সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৬০৪।