Monkeypox নিয়ে সতর্কতা, স্ক্রিনিং করে ঢুকতে হবে রাজ্যে

বৃহস্পতিবার কেন্দ্র-রাজ্যের এক বৈঠকে কেন্দ্র জানিয়েছে, সমস্ত রাজ্যের প্রবেশদ্বারে এবার থেকে সন্দেহভাজন ব্যক্তিদের স্ক্রিনিং টেস্ট নিশ্চিত করতে বলা হয়েছে।

July 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশ জুড়ে করোনায় সংক্রমণের মাঝেই মাঙ্কিপক্স (Monkeypox) উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে চিন্তিত কেন্দ্র। নতুন এক নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে এই রোগের বিরুদ্ধে প্রস্তুতি নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্র-রাজ্যের এক বৈঠকে কেন্দ্র জানিয়েছে, সমস্ত রাজ্যের প্রবেশদ্বারে এবার থেকে সন্দেহভাজন ব্যক্তিদের স্ক্রিনিং টেস্ট নিশ্চিত করতে বলা হয়েছে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন হাসপাতালগুলিকে চিহ্নিত করে কোনও সন্দেহভাজন বা মাঙ্কিপক্সের কেস থাকলে তাদের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ১ জানুয়ারী থেকে ২২ জুন পর্যন্ত প্রায় ৫০টি দেশ ও দেশের বিভিন্ন অংশ থেকে মোট ৩,৪১৩টি কেস ল্যাবেরেটরিতে মাঙ্কিপক্সকে চিহ্নিত করেছে এবং ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen