সাইনা, প্রণয়, অর্জুন বিদায় নিলেও সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু
সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিলেন সাইনা নেহওয়াল এবং এইচএস প্রণয়। দেশের ভরসা হয়ে রইলেন পিভি সিন্ধু। সাইনার খেলায় ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিল। প্রথমে গেম ১৩-২১ জিতে নেন জাপানের আয়া, দ্বিতীয় গেমেই প্রত্যাবর্তন করেন সাইনা। ২১-১৫-তে দ্বিতীয় সেট জিতে, তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ২০-২১ ফলে ম্যাচ হারেন সাইনা। দু-বার ম্যাচ পয়েন্ট পেয়েও সুযোগ হাত ছাড়া করে ফেলেন সাইনা।
অন্যদিকে প্রণয় এদিন ব্যর্থ হয়েছেন। প্রতিপক্ষ কোডাই নারায়োকার বিরুদ্ধে ২১-১২ ফলাফলে প্রথম গেম জিতে নেন প্রণয়। পরবর্তী দুই গেমের ফলাফল হয় ১৪-২১, ১৮-২১। যদিও শেষরক্ষা হয়নি। ৬৩ মিনিটের লড়াইয়ের পর বিদায় নেন প্রণয়।
দেশের ডবলস জুটির ফলাফলও হতাশজনক। ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান এবং হেন্দ্রা সেতিয়াওয়ান জুটির কাছে ২১-১০, ১৮-২১, ১৭-২১ ফলে হেরে সিঙ্গাপুর ওপেন থেকে ছিটকে গেলেন এমআর অর্জুন এবং ধ্রুব কপিলা। অন্যদিকে এদিনে ভারতের একমাত্র সফলতা বলতে সিন্ধুর জয়।
চীনের হ্যান ইউয়েকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের শেষ চারে পৌঁছলেন পি ভি সিন্ধু। হ্যানের বিরুদ্ধে প্রথম গেমে খানিকটা বেগ পেতে হয়েছিল সিন্ধুকে। ১৭-২১ প্রথম গেম হেরে ফের কমব্যাক করেন সিন্ধু। পরের গেম জেতেন ২১-১১। শেষ গেমও হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। রুদ্ধশ্বাস ম্যাচে ২১-১৯ শেষ গেম জিতে যান সিন্ধু। সিঙ্গাপুরে ওপেনের শেষ চারে জাপানের সায়েনা কাওয়াকামির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবেন সিন্ধু। জাপানের সায়েনা কাওয়াকামিকে ২১-১৫, ২১-৭ ব্যবধানে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু।