বিতর্কের মুখে পড়ে ‘স্কিন কালার’ ফিল্টার সরাল Shaadi.com

পাত্রীর উজ্জ্বল-ফর্সা ছবিই মনে ধরবে পাত্রপক্ষের। এমন ভাবনা থেকেই স্কিন কালার ফিল্টারটি বেশ গর্বের সঙ্গেই শোভা পেত Shadi.com-এ।

July 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গায়ের রং বড় বালাই। চাপা হলেই ভাল পাত্র হাত ফসকে যাবে। পাত্রীর উজ্জ্বল-ফর্সা ছবিই মনে ধরবে পাত্রপক্ষের। এমন ভাবনা থেকেই স্কিন কালার ফিল্টারটি বেশ গর্বের সঙ্গেই শোভা পেত Shadi.com-এ। তবে তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ফিল্টারটি সরিয়ে দিল এই ম্যাট্রিমনিয়াল সাইট।

আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবৈষম্য নিয়ে উত্তাল হয়েছে গোটা বিশ্ব। প্রতিবাদে সরব হয়েছে বিনোদুনিয়া থেকে খেলার জগতের তারকারা। তারই মধ্যে রোষের মুখে পড়ে Shaadi.com-এর স্কিন কালার ফিল্টারটিও। পাত্র কিংবা পাত্রীর খোঁজে গায়ের রংকে অন্যভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি মার্কিন মুলুকের বাসিন্দা হেতাল লাখানি। এই অপশনটি সরানোর দাবিতে অনলাইনে আবেদন জানান তিনি। 

স্কিন কালার

আবেদনে তিনি লেখেন, “এশিয়ার দক্ষিণের দেশগুলিতে এখনও গায়ের রংয়ের প্রতি আলাদা দূর্বলতা আছে। ওই জন্যই Shaadi.com-এও গায়ের রং বদলে ফেলার একটি ফিল্টার দেওয়া রয়েছে। অর্থাৎ গায়ের রং বিচার করে পাত্র-পাত্রী খোঁজার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা চাই এই ওয়েবসাইটটি চিরকালের মতো ফিল্টারটি সরিয়ে ফেলুক। যাতে সঠিক গায়ের রংয়ের মানুষ পরস্পরকে চিনে নিতে পারে।” 

এই আবেদনে মেলে বিপুল সাড়া। ১৬০০-এরও বেশি মানুষ আবেদনে সই করেন। এবং শেষমেশ মাথা নত করতে হয় বিয়ের পাত্র-পাত্রী খোঁজ দেওয়ার এই জনপ্রিয় ওয়েবসাইটটিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen