রাজ্যের মুকুটে নয়া পালক, কৃষকদের সর্বাধিক আয় বৃদ্ধিতে শীর্ষে বাংলায়
কৃষিতেও এগিয়ে বাংলা। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলোকে পিছনে ফেলে কৃষিক্ষেত্রে রাজ্যের মুকুটে নয়া পালক। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ (ICAR) জানাচ্ছে, কৃষকদের আয় বৃদ্ধির নিরিখে দেশের শীর্ষস্থানে রয়েছে বাংলা ও পুদুচেরী।
বাংলার কৃষকদের সাহায্য করতে একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষকমান্ডি থেকে শুরু করে কৃষকবন্ধু প্রকল্প, কৃষির উন্নতিত ইত্যাদি উদ্যোগ নিয়েছে রাজ্য। ২০১৯ সালে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। এই প্রকল্প খরচের সম্পূর্ণটাই চালাচ্ছে রাজ্য সরকার। চলতি বছরের মে পর্যন্ত কৃষকবন্ধু খাতে খরচ হয়েছে ২২১০ কোটি টাকা। কৃষকবন্ধু মোট উপভোক্তার সংখ্যা প্রায় ৯০ লক্ষ।
বছরে দু’বার রবি ও খারিফ মরশুমের শুরুতে কৃষকবন্ধু প্রকল্পের টাকা পান কৃষকরা। আগে কৃষকদের এক একরের বেশি জমি থাকলে বছরে দেওয়া হত ৬ হাজার টাকা। বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে দশ হাজার। আর এক একরের কম জমি থাকলে অনুদান মিলবে চার হাজার টাকা। যা সামগ্রিকভাবে রাজ্যের কৃষির উন্নতি ঘটিয়েছে। রাজ্যের কৃষকেরাও উপকৃত হচ্ছেন। তারই প্রতিফলন ঘটল ICAR-এর সমীক্ষায়।
মোদী সরকারের বঞ্চনার পরেও বিভিন্নক্ষেত্রে এগিয়ে চলেছে বাংলা। বাংলার বিভিন্ন প্রকল্প নানান সময়ে নানান অভিযোগ করে রাজ্যের বিরোধী দল বিজেপি। আদপে সেসব অভিযোগগুলো যে ভিত্তিহীন, ICAR-এর সমীক্ষার ফলাফলে তা ফের প্রমাণিত হল।