বাংলায় বাড়ছে কালাজ্বরের প্রকোপ, আক্রান্তদের জন্য শৌচালয়, পাকাবাড়ি বানানোর উদ্যোগ রাজ্যের
দু’বছর করোনার বাড়াবাড়ির পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন। তবে আশঙ্কা পুরোপুরি কেটে যায়নি। রাজ্যে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যে করোনার দোসর কালাজ্বর। জানা গিয়েছে, ১১টি জেলায় ৬৫ জন কালাজ্বরে আক্রান্ত হয়েছেন বাংলায়।
কোনওভাবেই রাজ্যে কালাজ্বরের বাড়বাড়ন্ত চাইছে না প্রশাসন। সেক্ষেত্রে আক্রান্তদের পাকাবাড়ি, শৌচালয় তৈরি করে দেওয়া হবে সরকারি উদ্যোগে, সূত্রের খবর এমনটাই। রাজ্যে যখন করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে সেই সময় নতুন করে থাবা চওড়া করছে কালাজ্বর। গত কয়েক সপ্তাহে রাজ্যে ১১টি জেলায় ৬৫ জন কালাজ্বরে আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। গত কয়েক সপ্তাহে রাজ্যে ১১টি জেলায় ৬৫ জন কালাজ্বরে আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।
এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে উদ্য়োগ নিয়েছে রাজ্য। কালাজ্বরের প্রকোপ কমাতে আক্রান্তদের পাকাবাড়ি ও শৌচালয় করে দিতে উদ্যোগী রাজ্য, নবান্ন সূত্রে খবর এমনটাই। পাশাপাশি যে এলাকাগুলিতে সাধারণ মানুষ কালাজ্বরে আক্রান্ত হয়েছেন সেখানে সমীক্ষা চালাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, স্যাঁতসেতে মাটির বাড়ি বা দেওয়ালে মাছির ডিম থেকে এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সংক্রমণ যাতে কোনওভাবেই না বাড়ে সেজন্য আক্রান্তদের পাকাবাড়ি এবং শৌচালয় গড়ে দেওয়ার কথা ভাবছে রাজ্য, জানা গিয়েছে এমনটাই।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী বলেন, “আক্রান্তদের চিহ্নিত করতে বলা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের চিহ্নিত করে পাকাবাড়ি করে দেওয়ার জন্যও স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। বিনামূল্যে কালাজ্বরে আক্রান্তদের ওষুধ দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাঁদের পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।”