রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল ৯৮.৯%, ভোট দিলেন করোনা আক্রান্ত দুই কেন্দ্রীয় মন্ত্রীও

সোমবার ভোট চলাকালীন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা অভিযোগ করেন, রাষ্ট্রপতি ভোটে টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে।

July 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল ৯৮.৯%, ছবি সৌজন্যেঃ পিটিআই

সোমবার থেকেই বাদল অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনেই রাষ্ট্রপতি নির্বাচন। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইটা মূলত ছিল এনডিএ’র প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী জোটের প্রার্থী যশোবন্ত সিনহার মধ্যে। চিফ রিটার্নিং অফিসার পি সি মোদী জানিয়েছেন, সংসদে ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ। আগামী ২১ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। ২৬ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬০০ জন সোমবার ভোটদান করেন। হুইল চেয়ারে চেপে ভোট দিতে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব। সংসদে এসে ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পিপিই কিট পরে ভোট দিতে আসেন করোনা আক্রান্ত দুই কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন ও আরকে সিং।

এদিন আটজন সাংসদ ভোটদানে বিরত ছিলেন। বিজেপি এবং শিবসেনার দু’জন করে সাংসদ, কংগ্রেস, শিবসেনা, সবাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজবাদি পার্টি, আসাদউদ্দিন ওয়েইসির এমআইএমের এক জন করে সাংসদ সোমবার ভোট দেননি। পঞ্চাবের শিরোমণি অকালি দলের বিধায়ক মনপ্রীত সিং আয়ালি ভোটদানে অস্বীকার করেন। বলেন, তাঁর রাজ্যের বহু ইস্যুর এখনও সমাধান হয়নি। তাছাড়া দ্রৌপদী মুর্মুকে সমর্থনের আগে তাঁর সঙ্গে পরামর্শ করেনি দল।

সোমবার ভোট চলাকালীন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা অভিযোগ করেন, রাষ্ট্রপতি ভোটে টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen