← রাজ্য বিভাগে ফিরে যান
মতুয়ারা ডংকা বাজাতে বাজাতে চলেছেন ‘দিদি’র বার্তা শুনতে
একুশে জুলাই মানেই তৃণমূলের শদিহ দিবসের সমাবেশ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কাতারে কাতারে মানুষ আসছেন মহানগরে। সত্যিই বহু ধর্মের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে ধর্মতলা।
সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বর ডংকার আওয়াজে মুখরিত। মতুয়া সম্প্রদায়ের মানুষ সকালেই হাজির শিয়ালদহে তাদের পরিচিত নিশান, বাদ্য যন্ত্র নিয়ে। ২১ জুলাই উপলক্ষে তাদের উচ্ছ্বাস চোখে পরার মতো। তারা দল বেধে চলেছেন ধর্মতলার উদ্দেশ্যে, ‘দিদি’র বক্তব্য শুনতে।
মতুয়াদের আশা ‘দিদি’ নিশ্চয়ই আজ তাঁদের জন্য কিছু বিশেষ বার্তা দেবেন। উল্লখ্য, সিএএ নিয়ে মতুয়ারা বিজেপি’র প্রতি ক্ষুব্ধ। তাঁরা আর এখন নরেন্দ্র মোদী, অমিত শাহকে ভরসা করতে পারছেন না। তাই তাঁরা এখন তাঁদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে আছেন।