স্বস্তির নিঃশ্বাস, অশোক ভট্টাচার্যের চতুর্থ কোভিড রিপোর্ট এল নেগেটিভ
বৃহস্পতিবার সকালেই অশোকবাবুর সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়। রাতে জানা যায়, অশোকবাবুর রিপোর্ট নেগেটিভ।
July 3, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi
শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অশোক ভট্টাচার্যের চতুর্থ কোভিড রিপোর্ট নেগেটিভ এল। বৃহস্পতিবার সকালেই অশোকবাবুর সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়। রাতে জানা যায়, অশোকবাবুর রিপোর্ট নেগেটিভ।

গত ১৬ জুন থেকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন অশোক ভট্টাচার্য। পরপর দু’বার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর এদিন তাঁর সোয়াব পরীক্ষা করা হয়। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, ‘অশোকবাবুর রিপোর্ট নেগেটিভ এসেছে। দু-একদিনের মধ্যেই তিনি সম্ভবত বাড়ি ফিরে আসবেন।’