বিনোদন বিভাগে ফিরে যান

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা বাংলা ছবির শিরোপা পেল অভিযাত্রিক

July 23, 2022 | < 1 min read

২২ জুলাই ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা করা হল দিল্লির মিডিয়া সেন্টারে। শুভ্রজিত মিত্রর ছবি অভিযাত্রিক পেল সেরা বাংলা ছবির পুরস্কার । চিত্রগ্রাহক সুপ্রতীম ভোল এই ছবিতে অসামান্য ক্যামেরার জন্য সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কারও জিতলেন ।

সেরার পুরস্কার পেলেন করা, দেখে নিন:

সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে তুলসীদাস জুনিয়র।ছবির জন্য সেরা শিশুশিল্পীর পুরস্কার পেলেন বরুণ বুদ্ধদেব।

বেস্ট ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে ছবি সোররাই পতরু। এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন সুরিয়া এবং সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন অপর্ণা বালামুরালি।

২০২০-র সেরা বিনোদনমুলক ছবি নির্বাচিত হয়েছে তানাজি দ্য আনসাং ওয়ারিয়র। ছবিতে অভিনয়ের জন্য যৌথ ভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অজয় দেবগণ।

মালায়লম ছবি আয়াপ্পানুম কোশিয়াম ছবির পরিচালক সচিদানন্দন কুমার পেয়েছেন পরিচালকের শিরোপা।

আলা বৈকুন্ঠপুরমালু ছবির গানে সুর করার জন্য সেরা সেরা সুরকার পুরস্কার জিতে নিয়েছেন সুরকার থমাস এস।

সুররাই পতরু ছবির আবহসংগীত সৃষ্টি করে রজত কমল পুরস্কার পেয়েছেন জিভি প্রকাশ কুমার।

সায়না নেহওয়ালের বায়োপিক সায়নার গান লিখে সেরা গীতিকার মনোজ মুনতাশির।

নন ফিচার ফিল্ম বিভাগে সেরা সুরকার নির্বাচিত হয়েছেন বিশাল ভরদ্বাজ।

চলচ্চিত্র বান্ধব রাজ্য হিসেবে পুরস্কৃত হয়েছে মধ্যপ্রদেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#National Film Awards, #Avijatrik

আরো দেখুন