দেশ বিভাগে ফিরে যান

দেশের সংবাদমাধ্যমের কড়া সমালোচনা খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখে

July 23, 2022 | < 1 min read

এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনার মুখে ভারতের সংবাদমাধ্যমের কড়া সমালোচনা শোনা গেল৷ বিচারপতি অভিযোগ করেছেন যে দেশের সংবাদমাধ্যমগুলি ঠিকমতো তথ্য পরিবেশন করে না, বরং পক্ষপাতমূলক আচরণ করে, অ্যাজেন্ডা নির্ভর খবর করে ৷ সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলগুলি বিতর্ক সভার নামে ক্যাঙ্গারু কোর্ট চালাচ্ছে, মনে করছেন দেশের প্রধান বিচারপতির, যার ফলে দেশ পিছিয়ে যাচ্ছে৷

বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মাকে তার মন্তব্যের জন্য দেশে যে অশান্তি ছড়িয়ে পড়েছিল তার দায় নিয়ে দেশবাসীর কাছে তাঁকে ক্ষমা চেয়ে নিতে বলেছিল সুপ্রিম কোর্ট৷ এরপর সুপ্রিম কোর্টের বিচারপতিদের আক্রমণ করা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে৷

শনিবার প্রধান বিচারপতি দেশের বিচারব্যবস্থা এবং বিচারপতিদের উপর সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে মুখ খুললেন ৷ এদিন রাঁচিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় বিচারপতিদের বিরুদ্ধে অপপ্রচার চলছে৷ বিচারপতিরা হয়ত কিছু বলছেন না৷ কিন্তু এটা তাঁদের অক্ষমতা বা দূর্বলতা বলে মনে করা ঠিক নয়৷ নতুন মিডিয়া টুলগুলির প্রসার ও প্রচারের অনেক সুযোগ রয়েছে৷ কিন্তু তারা ঠিক এবং ভুল, ভালো এবং খারাপ এবং সত্যি এবং ভুয়োর মধ্যে তফাত করতে পারে না৷

এদিন দেশের টিভি চ্যানেলগুলিকে একহাত নেন প্রধান বিচারপতি৷ তিনি বলেন, দেখা যাচ্ছে, মিডিয়া ক্যাঙ্গারু কোর্ট চালাচ্ছে৷ ঠিকমতো তথ্য পরিবেশন ছাড়াই আদালতের রায় নিয়ে কাঁটাছেড়া হচ্ছে৷ যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর৷

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #supreme court, #media, #CJI NV Ramana

আরো দেখুন