লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে সরব হওয়ায় সাসপেন্ড বিরোধী চার সাংসদ

সোমবার বাদল অধিবেশনে রাজ্যসভায় মূল্যবৃদ্ধি, মূদ্রাস্ফীতি নিয়ে বিরোধীরা সরব হন

July 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার বাদল অধিবেশনে লোকসভায় মূল্যবৃদ্ধি, মূদ্রাস্ফীতি নিয়ে বিরোধীরা সরব হন। প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান, প্রতিবাদ জানান।

স্পিকার ওম বিড়লা সংসদের নিম্নকক্ষের ভিতরে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখানোয় কংগ্রেসের চার সাংসদকে পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন। এই চার কংগ্রেস সাংসদ হলেন, মানিকম ঠাকুর, রাম্য হরিদাস, জোথিমনি এবং টিএন প্রথাপন। স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, অসংসদীয় আচরণ এবং সংসদের অভ্যন্তরের কার্যক্রমে ব্যাঘাত ঘটনোর জন্য চার জন সাংসদকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল।

সদনের অভ্যন্তরে বিক্ষোভরত সাংসদদের প্রথমে সতর্ক করেছিলেন স্পিকার। কংগ্রেসর তরফে বলা হয়েছে, ‘আমাদের সাংসদদের বরখাস্ত করে সরকার আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ, তাঁরা দেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করার চেষ্টা করেছেন।’

অন্যদিকে বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে গোটা দিনের জন্য লোকসভা মলতুবি করে দেন স্পিকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি