খেলা বিভাগে ফিরে যান

বাংলার লক্ষ্মীলাভ, কোচের দায়িত্বে প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল

July 26, 2022 | < 1 min read

১১ জুলাই বাংলা ক্রিকেট দলের কোচের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন অরুণ লাল। ফলে বাংলার নতুন কোচ কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। ওয়াসিম জাফর, অ্যান্ডি ফ্লাওয়ারের মতো নাম ঘুরপাক খেতে শুরু করে। তবে বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল।

সব জল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মীই অরুণ লালের জায়গায় অভিষিক্ত হতে চলেছেন। বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন লক্ষ্মী, দেশের জার্সিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা ছেড়ে পাঁচ বছর ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। রাজনীতি ছেড়ে ফের ২০২১ সাল মাঠে ফেরেন মন্ত্রী মশাই। তারপরই লক্ষ্মীকে বাংলার অনূর্ধ্ব-২৫ দলের কোচের দায়িত্ব দেওয়া হয়।

এবার বাংলা দলের কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন শুক্ল। যদিও আনুষ্ঠানিক ভাবে সিএবির পক্ষ থেকে কিছুই ঘোষণা করা হয়নি। তবে লক্ষ্মীর দ্রোনাচার্য হওয়া এক প্রকার নিশ্চিত। অন্যদিকে, শোনা যাচ্ছে ব্যাটিং কোচ হচ্ছেন ডব্লিউভি রমন। সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীকে অনূর্ধ্ব-২৩ বা অনূর্ধ্ব-২৫ দলের দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। জানা যাচ্ছে, ২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিএবি আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীরতনের নাম ঘোষণা করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#laxmi ratan shukla, #Cricket, #CAB, #Bengal Cricket, #Bengal Cricket Team

আরো দেখুন