← তথ্য যাচাই বিভাগে ফিরে যান
লকডাউনে প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে কেন্দ্র? জেনে নিন আসল সত্য
বেশ কিছুদিন ধরে হোয়াটস্যাপ এবং এসএমএসের মাধ্যমে একটি মেসেজ আসছে মানুষের কাছে। তাতে দাবি করা হচ্ছে করোনাভাইরাস এবং তার জেরে লকডাউনের কারণে নাগরিকদের অ্যাকাউন্টে মাস-প্রতি ২০০০ টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা সংগ্রহ করতে একটি লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে সাধারণ মানুষকে।
দেখুন সেই মেসেজটি:
তথ্য যাচাই
এই মেসেজটি ভুয়ো। ভুলেও এরকম লিঙ্কে ক্লিক করবেন না। খোয়াতে পারেন সর্বস্য। আর্থিক সাহায্যের কোনও ঘোষণা কেন্দ্রের তরফে করা হয়নি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কর্মসূচির মাধ্যমে জনধন একাউন্টে মাসিক ৫০০ টাকা আর্থিক সাহায্য করার কথা বলেছে কেন্দ্র। কিন্তু তার জন্য কোনও লিঙ্কে ক্লিক করতে হবে না। সরাসরি ব্যাঙ্ক একাউন্টেই জমা হবে রাশি।