খেলা বিভাগে ফিরে যান

প্রথম ডিভিশনে অভিষেক ম্যাচেই পোর্টকে ৩-০ গোলে হারাল ডায়মন্ড হারবার

July 26, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: dhfc twitter

সোমবার মহেশতলার বাটা স্টেডিয়াম গ্রাউন্ডে প্রথম ম্যাচ খেলতে নামে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম ডায়মন্ড হারবার এফ সি। ৩-০ গোলে হারিয়ে দেয় কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের অভিজ্ঞ দল পোর্ট ট্রাস্টকে।

শুরুতেই পোর্টের আত্মঘাতী গোলে ১-০-এ এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ১৯ মিনিটে গোল করে ২-০ করেন তুহিন শিকদার। খেলা শেষের মুহূর্তে ৩ নম্বর গোল করেন ডায়মন্ড হারবারের সন্দীপ পাত্র। গোটা স্টেডিয়াম জুড়ে ডায়মন্ড হারবারের জার্সি ও পতাকা নিয়ে উপস্থিত ছিল সমর্থকরা।

প্রথম জয়ের পর উচ্ছসিত মোহনবাগান এবং কেৱল ব্লাস্টার্সের প্রাক্তন কোচ এবং ডায়মন্ড হারবার এফ সির বর্তমান কোচ ভিকুনা

TwitterFacebookWhatsAppEmailShare

#Port trust, #Football, #Dhfc, #Bata Football stadium

আরো দেখুন