কণ্ঠরোধ: রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ৭ জন সাংসদ-সহ মোট ১৯ জন বিরোধী সাংসদ
সভার কাজে ব্যাঘাত ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসর ৭ জন সাংসদ-সহ মোট ১৯ জন বিরোধী সাংসদকে চলতি সপ্তাহের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হল। সোমবার প্ল্যাকার্ড হাতে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জন্য সাসপেন্ড করা হয়েছিল ৪ কংগ্রেস সাংসদকে। এর ফলে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে সরব হয়েছেন বিরোধীরা। ১ ঘণ্টার জন্য স্থগিত করে দেওয়া হয়ে রাজ্যসভার কাজ।
সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেসের ৭ জন সাংসদ হলেন, দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, নাদিমুল হক এবং শান্তা ছেত্রী। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কানিমোঝি-সহ ডিএমকের ছয়, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই এবং সিপিআইয়ের এক জন।
মূল্যবৃদ্ধি, খাদ্য পণ্যে জিএসটি বসানো এবং গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার রাজ্যসভা এবং লোকসভায় সরব হন বিরোধীরা। দফায় দফায় বিক্ষোভের জেরে বেলা ২টো পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়।