রণংদেহী বরুণ, ‘নমামি গঙ্গে’ নিয়ে মোদী সরকারকে আক্রমণ খোদ বিজেপি সাংসদের

প্রসঙ্গত, অগ্নিপথ, কর্মসংস্থান, বেকারত্বসহ একাধিক ইস্যুতে মোদী সরকারের সমালোচনায় বারবার সরব হয়েছে বরুণ। নিত্যদিন কড়া ভাষায় মোদীকে আক্রমণও করেন বরুণ।​

July 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবারও মোদী সরকারের সমালোচনায় সরব খোদ দলের সাংসদ বরুণ গান্ধী। ২৬ জুলাই টুইট করে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ। এবার তার হাতিয়ার নমামি গঙ্গে প্রকল্প। প্রসঙ্গত, অগ্নিপথ, কর্মসংস্থান, বেকারত্বসহ একাধিক ইস্যুতে মোদী সরকারের সমালোচনায় বারবার সরব হয়েছে বরুণ। নিত্যদিন কড়া ভাষায় মোদীকে আক্রমণও করেন বরুণ।​

নমামি গঙ্গে প্রকল্পে, গঙ্গা পরিষ্কারের জন্যে বরাদ্দ হওয়া টাকার কী হল কোথায় গেল? টুইটে সেই প্রশ্নই তুলেছেন বিজেপি সাংসদ। এখনও পর্যন্ত নমামি গঙ্গা প্রকল্পে ১১ হাজার কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও গঙ্গা কেন দূষণ মুক্ত হয়নি? কে এর দায় নেবে? এটা কি মোদী সরকারের দায় নয়? টুইটে সেই প্রশ্নও তুলেছেন সাংসদ। বরুণ টুইটে লেখেন, ‘গঙ্গা শুধু নদী নয়, গঙ্গা আমাদের মা। আমাদের জীবন, ধর্ম এবং কোটি কোটি দেশবাসী গঙ্গাকে উপজীব্য করেই বেঁচে আছে। ১১ হাজার কোটি টাকা খরচের পরও দূষণ কেন? নোংরা জলের কারণে মাছের মৃত্যু কেন? এর জবাব দেবে কে?’​​

প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার পর ২০১৪-১৫ সালে মোদী সরকার জলশক্তি মন্ত্রকের অধীনে নমামি গঙ্গে প্রকল্প শুরু করে। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে, ওই প্রকল্পে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি সাংসদ বরুণের দাবি, ওই প্রকল্পে এখনও অবধি ১১ হাজার কোটি টাকা খরচ হলেও, কিছুই কাজ হয়নি। গঙ্গা দূষণ মুক্ত হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen