রাজ্য বিভাগে ফিরে যান

জমি নিয়ে চেন্নাইয়ে ইনভেস্ট করেছে, হিন্দমোটরে পূর্বতন বাম সরকারকে আক্রমণ মমতার

July 27, 2022 | < 1 min read

বাংলার বেকারত্ব, দুর্নীতি নিয়ে বিরোধী সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার হিন্দমোটরে একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সারা দেশে যখন বেকারত্ব বাড়ছে, আমি গর্বের সঙ্গে বলতে পারি বাংলায় কর্মসংস্থান বেড়ছে ৪৫ শতাংশ। ১ বছরেই ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বিশ্ববঙ্গ সম্মেলনকে কেন্দ্র করে ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে।’’

এদিন হিন্দমোটরে শিল্প নিয়ে পূর্বতম বাম আমলের দিকে আঙ্গুল তুললেন মমতা। তিনি বলেন, হিন্দুস্থান মোটরকে বামফ্রন্ট সরকার অনেকটা জমি দিয়েছিল। কিন্তু কাজ হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের থেকে জমি নিয়ে চেন্নাইতে ইনভস্ট করেছে। জমি বিভাগের সঙ্গে কথা হলে এই জমিটা প্রয়োজনে আমরা আইনত ভাবে নেব।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে আমি একটি ইন্ডাস্ট্রি হাব করতে চাই। আপনি জমি নিয়ে ফেলে রাখবেন সেটা কী করে হবে? আমি বলবো এখানে একটা আইটিআই তৈরি করো। সবাইকে যে পিএইচডি হতে হবে, তার তো কোনও মানে নেই। অষ্টম শ্রেণি পাশও কাজে লাগে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #uttarpara, #Chennai, #Land, #Hind motor, #Titagarh Wagons

আরো দেখুন