খেলা বিভাগে ফিরে যান

ইস্টবেঙ্গল ক্লাবের ভারতগৌরব সম্মান দেওয়া হচ্ছে ক্রিকেটার ঝুলন গোস্বামীকে

July 28, 2022 | < 1 min read

পয়লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী দিবস। সেদিন ক্লাবের পক্ষ থেকে ভারতগৌরব সম্মান দেওয়া হচ্ছে ক্রিকেটার ঝুলন গোস্বামীকে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই অনুষ্ঠান। ওই দিন দুই প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্তকে দেওয়া হবে জীবনকৃতি সম্মান। আর সেদিনই বরেণ্য সাংবাদিক অজয় বসুর নামাঙ্কিত সেরা সাংবাদিকের সম্মান পাবেন লোকেন্দ্র প্রতাপ সাহী। আর পুষ্পেন সরকারের নামাঙ্কিত সেরা ফটোগ্রাফারের পুরস্কার পাবেন সুবীর মজুমদার।

২০১১ সালে শুরু ইস্টবেঙ্গল ক্লাবের ভারত গৌরব পুরস্কার প্রদান। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন লেসলি ক্লডিয়াস। তার পর থেকে এই সম্মান পেয়েছেন আমেদ খান, অরুণ ঘোষ, বাচেন্দ্রি পাল, মহম্মদ হাবিব, মিলখা সিং, ধনরাজ পিল্লে, গুরবক্স সিং এবং কপিল দেব। কোভিডের জন্য গত দু বছর এই সম্মান দেওয়া যায়নি।

ঝুলন গোস্বামী ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে একজন কিংবদন্তী। তিনি ভারতের হয়ে টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি টোয়েন্ট ক্রিকেটে খেলেন। এখনও খেলে যাচ্ছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sports, #East Bengal, #Jhulan Goswami, #Bhaat Gourab Somman

আরো দেখুন