ব্রিটেনের রাজপরিবারকে বিজ্ঞাপনী খোঁচা দিল ফেভিকল
নিত্যনতুন মজার বিজ্ঞাপনে শুরু থেকেই নজর কেড়ে আসছে দেশের একনম্বর আঠা প্রস্তুতকারক ‘ফেভিকল’ ৷ এবার তাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখতে পেলাম ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল৷ দেশের মানুষের কথাই তুলে ধরা হল এই বিজ্ঞাপনে।
কয়েকদিন আগেই প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল সিদ্ধান্ত নেন রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার৷ সাধারণ মানুষের মত জীবন কাটাতে চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে ৷ এই নিয়ে উত্তাল তথাকথিত ব্রিটিশ রাজপরিবারের ‘সুপ্রাচীন ঐতিহ্য’৷
এই দুর্ঘটনাকেই (?) এবারের বিজ্ঞাপনের বিষয় করেছে ফেভিকল ৷ ভারত লুন্ঠনের সময় ‘কোহিনুর হিরে নিয়ে পালিয়ে যাওয়া ব্রিটিশরাজকে এক হাত নিয়ে ফেভিকল একটি ছবি ট্যুইট করেছে ৷
আজ পর্যন্ত ভারত থেকে লুঠ করে নিয়ে যাওয়া বিশ্বের অন্যতম মূল্যবান এই হিরেটি রয়েছে রাণি এলিজাবেথের মুকুটে ৷ সেই মুকুটের একটি ছবি পোস্ট করে ফেভিকল লিখেছে, ‘ডিয়ার রয়্যাল ফ্যামিলি, ‘কোহিনুর নেহি, ফেভিকল লে জানা চাইয়ে থা’৷
নিত্যনতুন মজার বিজ্ঞাপনে শুরু থেকেই নজর কেড়ে আসছে দেশের একনম্বর আঠা প্রস্তুতকারক ‘ফেভিকল’ ৷ এবার তাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখতে পেলাম ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল৷ দেশের মানুষের কথাই তুলে ধরা হল এই বিজ্ঞাপনে।
কয়েকদিন আগেই প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল সিদ্ধান্ত নেন রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার৷ সাধারণ মানুষের মত জীবন কাটাতে চেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে ৷ এই নিয়ে উত্তাল তথাকথিত ব্রিটিশ রাজপরিবারের ‘সুপ্রাচীন ঐতিহ্য’৷
এই দুর্ঘটনাকেই (?) এবারের বিজ্ঞাপনের বিষয় করেছে ফেভিকল ৷ ভারত লুন্ঠনের সময় ‘কোহিনুর হিরে নিয়ে পালিয়ে যাওয়া ব্রিটিশরাজকে এক হাত নিয়ে ফেভিকল একটি ছবি ট্যুইট করেছে ৷
আজ পর্যন্ত ভারত থেকে লুঠ করে নিয়ে যাওয়া বিশ্বের অন্যতম মূল্যবান এই হিরেটি রয়েছে রাণি এলিজাবেথের মুকুটে ৷ সেই মুকুটের একটি ছবি পোস্ট করে ফেভিকল লিখেছে, ‘ডিয়ার রয়্যাল ফ্যামিলি, ‘কোহিনুর নেহি, ফেভিকল লে জানা চাইয়ে থা’৷
ছবিটির সঙ্গে ফেভিকলের একদম ভারতীয়দের মনের কথা ৷ তারা লিখেছে, ‘ফেভিকল হোতা তো সাস-এক্স না হোতা অউর পরিবার অটুট রেহতা ’।