বাঙালির বিশ্বজয়, তৃতীয় বারের জন্যে ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপ জয় সনাতনের

তিনবার জয় পাওয়ার পাশাপাশি, এর আগেও বিশ্ব বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে দুবার রানার্সও হয়েছেন তিনি।

July 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

চিত্রশিল্পী সনাতন দিন্দার মুকুটে নয়া পালক, আবারও বিশ্বের দরবারে দেশকে সেরার শিরোপা এনে দিলেন বাংলার শিল্পী। এই নিয়ে বিশ্ব বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় বারের জন্য জয় পেলেন সনাতন। প্রতিযোগিতায় ১৬০ পয়েন্টের মধ্যে ১৪৯ পয়েন্ট পেয়েছেন সনাতন। তারপরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে জার্মানি ও ইটালির শিল্পীরা।

অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে আয়োজিত বিশ্ব বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের বিষয়বস্তু ছিল ‘জেনারেশন নেক্সট’। কোন পথে চলবে পৃথিবী। যান্ত্রিক জীবনে আটকা পড়ছেন মানুষ, আবেগহীন সেই জীবন; সেখানেই শরীরী ক্যানভাসে নিজের শিল্প ভাবনা ফুটিয়ে তুললেন সনাতন।

প্রসঙ্গত, সনাতন বাংলার চিত্রকলা জগতের উজ্জ্বল একটি নাম। তাঁর কাজ এর আগেও একাধিবার বিশ্বে বন্দিত হয়েছে। তিনবার জয় পাওয়ার পাশাপাশি, এর আগেও বিশ্ব বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে দুবার রানার্সও হয়েছেন তিনি। সনাতনের এই জয়ের মধ্যে দিয়েই, বাঙালির বিশ্ব জয়ে নতুন করে আরও একটি অধ্যায় সংযোজিত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen