বিনতারা হয়ে উঠেছে ময়ূর গ্রাম, নেপথ্যে তালা মুর্মুর কান্ডকারখানা
মালদহ ব্লকের বিনতারা হয়ে উঠেছে ‘ময়ূরের গ্রাম’। আর এই ময়ূরের গ্রাম হয়ে ওঠার নেপথ্যে রয়েছে তালা মুর্মুর কান্ডকারখানা। ভিনরাজ্যে কাজে গিয়ে নিয়ে এসেছিলেন দুটো ময়ূরের ডিম। গ্রামের বাড়িতে পোষা মুরগির ডিমের সঙ্গেই ময়ূরের ডিম দুটোকে রেখে দিয়েছিলেন। প্রকৃতির নিয়মেই সেই ময়ূরের ডিম ফুটে জন্ম হয় বাচ্চার।
প্রথমে ময়ূরের বাচ্চাগুলো মুরগির বাচ্চাদের সঙ্গেই গোটা গ্রামজুড়ে ঘুরে বেড়াত। গ্রামবাসীরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি। ময়ূরের বাচ্চাগুলো বড় হতেই বিনতারা গ্রাম ও তার আশেপাশের গ্রাম এবং গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। বিনতারা হয়ে উঠল ময়ূরের গ্রাম।
গাজোল থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে আসলেই ময়ূরের দেখা মিলবে। এই গ্রামেই লোকালয়ের মধ্যে ঘুরে-বেড়ায় ময়ূর। বর্ষার সময় পেখম তুলে নাচে, গ্রামের সাধারণ মানুষের জীবন যাত্রার সঙ্গে মিশে গিয়েছে ময়ূর। প্রথমে তালা মুর্মুর বাড়ির কাছে থাকলেও, এখন ময়ূরটি গ্রামেই থাকে। ঘুরে বেড়াতে থাকে। একটি ময়ূর ৬ মাস বয়সে মারা গিয়েছিল।
কৃষিক্ষেত্রের পোকামাকড়ের পাশাপাশি, ময়ূরটি গ্রামবাসীদের দেওয়া খাবারও খায়। গ্রামের ছোটদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে ময়ূরটি, তারাও ময়ূরকে নিয়মিত দানাশস্য খেতে দেয়। ময়ূরের সঙ্গে তারা সময় কাটায়। বিনতারা গ্রামের সহনাগরিক হয়ে উঠেছে ময়ূরটি।