দেশে মাঙ্কিপক্সের প্রথম বলি কেরলে, সংক্রমণের কারণে মৃত্যু ২২ বছর বয়সী যুবকের

জানা গিয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমির শাহি থেকে বাড়ি ফেরেন ওই যুবক।

August 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে, ভারতের প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের ত্রিশূরে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি সংযুক্ত আরব আমির শাহি থেকে বাড়ি ফেরেন ওই যুবক। গত ২৭ জুলাই জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই যুবক। যুবকের মৃত্যুর কারণ জানতে তার নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছিল। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, বিদেশে থাকাকালীনই মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন ওই যুবক।

জানা যাচ্ছে, ​​যুবকের দেহে কোন র‌্যাশ না থাকায়; সে যে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে, তা বুঝতে উঠতে পারেননি চিকিৎসকরা। যুবকের মৃত্যুর পরই জানা যায় ২২ বয়সী ওই যুবকের দেহে মাঙ্কিপক্সের সংক্রমণ ছিল।

এই পর্যন্ত দেশের মোট পাঁচ জন মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। তার মধ্যে চার জনই কেরলের বাসিন্দা। অন্যদিকে, দেশের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত কেরলের ব্যক্তি সুস্থ রয়েছেন, বলেই জানিয়েছেন বীণা গর্গ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen