খেলা বিভাগে ফিরে যান

ম্যাকয়ের ৬/১৭ মনে করলো ৮০’র দশক, রোহিতদের ৫ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ

August 2, 2022 | < 1 min read

মার্শাল, রবার্টস, গার্নাররা ইতিহাস রচেছেন আগুনে পেস বোলিংয়ে। সেই আগুন পাখি হয়ে উদয় হলেন ওবেড ম্যাকয়ে। তাঁর আগুনঝরা বোলিং তুলে নিল ৬টি উইকেট, বিনিময়ে মাত্র ১৭ রান। নির্ধারিত ২০ ওভারের দু’বল বাকি থাকতেই ১৩৮ রানে অলআউট হয়ে গেল ভারত। তারপর ১৯.১ ওভারে ব্রেন্ডন কিংয়ের ব্যাটিংয়ের দাপটে দরকারি রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ এখন ১-১।

সোমবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। রোহিত শূন্য রানেই আউট হয়ে যান। তারপর ঋষভ (২৪), হার্দিক (৩১) এবং জাদেজা (২৭) কিছুটা প্রতিরোধ গোড়ার চেষ্টা করলেও ম্যাকয়ের বোলিংই শেষ কথা বলে। ১৯.৪ ওভারে ১৩৮ করে অলআউট হয়ে যায় ভারত।

তাড়া করার রান কম হলেও ওয়েস্ট ইন্ডিজকে জেতার জন্য বেগ দেয় ভারতীয় বোলাররা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একমাত্র ব্রেন্ডন কিং (৬৮) ক্রিজে টিকে থাকেন। শেষের দিকে ডেভন টমাস (৩১) ঝোড়ো ইনিংস খেলে জয় এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। ১৯.২ ওভারে ১৪১/৫ করে ম্যাচে জয় পায় তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Indies, #India, #T20 cricket

আরো দেখুন