আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

আমেরিকার ড্রোন হামলায় খতম আল কায়েদা প্রধান জাওয়াহিরি, জানালেন বাইডেন

August 2, 2022 | < 1 min read

৯/১১ হামলার অন্যতম ষড়যন্ত্রকারী এবং বর্তমান আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে ড্রোন হামলায় খতম করল আমেরিকা। এর আগে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খতম করেছিল আমেরিকা। ২০১১ সালের ২ মে মার্কিন কমান্ডো হামলায় নিহত হয়েছিল লাদেন। সোমবার হোয়াইট হাউজে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ওই জঙ্গি আর জীবিত নেই। আল-জাওয়াহিরিকে খতম করতে আমিই চূড়ান্ত অনুমোদন দিয়েছিলাম। আমরা কখনও হারিনি।’

আফগানিস্তানে কাবুলে অভিযান চালিয়ে আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়।৩১ অগস্ট ২০২১-এ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেন বাইডেন। তার পর সে দেশের আকাশপথে এই প্রথম অভিযান চালাল আমেরিকা। এক সময় লাদেনের ব্যক্তিগত চিকিৎসক ছিল আয়মান আল-জাওয়াহিরি। ২০২১ সালের জুনে, রাষ্ট্রপুঞ্জের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাওয়াহিরি আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করছে। শরীর দুর্বল হয়ে পড়ায় সে প্রকাশ্যে আসে না। জাওয়াহিরির মৃত্যু নিয়ে এর আগে বহুবার গুজব ছড়িয়েছিল। এবার সত্য করেই মর্টি হয়েছে তাঁর, জানাল আমেরিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Joe Biden, #Al-Qaeda, #Al-Zawahiri

আরো দেখুন