কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ, ঘোষণা নতুন পূর্তমন্ত্রীর

August 4, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: banga news

বুধবার নতুন পূর্তমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পুলক রায়। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতাবাসীকে সুখবর শোনালেন তিনি। মন্ত্রী জানালেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। সবরকম চেষ্টা হচ্ছে যাতে দ্রুত ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া যায়।”

উত্তর কলকাতা ও উত্তর শহরতলির ‘লাইফ লাইন’ টালা ব্রিজ কলকাতার যোগাযোগের অন্যতম ভরকেন্দ্র। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় সেতুটি সারানোর জন্য। ২ বছর ধরে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ নবপর্যায়ের সেতুটি কেবল স্টেড রেলওভার ব্রিজ হিসাবে তৈরী করা হয়েছে। ব্রিজটির ২৪০ মিটার অংশ কেবলের উপরেই শূন্যে ঝুলবে। নয়া ব্রিজটি চার লেনের হচ্ছে, দু’পাশেই থাকছে ফুটপাথ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Tala, #tala bridge, #pulak roy

আরো দেখুন