ফের রেপো রেট বাড়াল RBI, বাড়তি সুদের বোঝা চাপবে আমজনতার কাঁধে?

৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর ফলে নতুন রেপো রেট হয়েছে ৫.৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, আজ থেকেই নতুন রেপো রেট কার্যকর হতে চলেছে

August 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবারও রেপো রেট বাড়ানোর পথে হাঁটল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই দফায় ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। চলতি বছরের জুন মাসে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ছিল আরবিআই। শুক্রবার ৫ আগস্ট রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মনিটরি পলিসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রেপো রেট পরিবর্তন করা হচ্ছে। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর ফলে নতুন রেপো রেট হয়েছে ৫.৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, আজ থেকেই নতুন রেপো রেট কার্যকর হতে চলেছে। 

করোনা সংক্রমণ কমতেই রিজার্ভ ব্যাঙ্ক ধাপে ধাপে রেপো রেট বাড়াতে শুরু করেছে। রেপো রেট বৃদ্ধি পাওয়ায় গাড়ি-বাড়ি ইত্যাদির ইএমআইয়ের উপর সুদের হার বাড়ে, ফলে মাসিক ইএমআইয়ের পরিমাণ বৃদ্ধি পায়। চাকুরিজীবী থেকে শুরু করে আম জনতা সকলেই সমস্যায় পড়েন। রিজার্ভ ব্যাঙ্কের এমন সিদ্ধান্তের ফলে, ব্যাঙ্কগুলি ঋণের উপর সুদের হার বাড়াবে৷​ ব্যাঙ্ক থেকে যারা ঋণ নিয়েছেন, তাদের সেই ঋণ শোধ করতে আগের চেয়ে বেশি টাকা মেটাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen