দেশ বিভাগে ফিরে যান

আবারও বাংলাকে অপমান, বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে দিল না মোদী সরকার

August 7, 2022 | 2 min read

আবারও বাংলার অপমান, মোদী সরকারের বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণ অব্যাহত। আর্থিক ক্ষেত্রে মোদী সরকারের লাগাতার বঞ্চনার শিকার বাংলা। এবার ভারতের স্বাধীনতার ৭৫ বছর পালন উপলক্ষ্যে আয়োজিত বৈঠকেও বাংলার সঙ্গে ফের বৈষম্যমূলক আচরণ করল মোদী সরকার। শনিবার ৬ আগস্ট প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হল না।

ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে বাংলার অবদান অনস্বীকার্য, আর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের জাতীয় কমিটির বৈঠকে আমন্ত্রিত সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কোন প্রস্তাব বা পরামর্শই নিল না মোদী সরকার। অন্যদিকে, কদিন আগেই দায়িত্ব নেওয়া বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশনকে বৈঠকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। এই ঘটনায় ফের একবার বাঙালি অস্মিতাকে আঘাত করল মোদী সরকার। কেবল মোদীর ভাষণ শোনার জন্যই কি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল? আর কতদিন বঞ্চিত হবে বাংলা? আর কতভাবে বাংলাকে অপমান করবে মোদী ও তার দল বিজেপি শাসিত সরকার?

আর্থিক বঞ্চনা ও সেই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের অভিযোগের সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও মোদীর তুঘলকি কার্যকলাপের বিরুদ্ধে আক্রমণে নামবে জোড়াফুল শিবির। রাজ্যের পাওয়া অর্থের দাবিতে, মোদী সরকার এবং বঙ্গ বিজেপিকে আক্রমণে বিদ্ধ করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

প্রসঙ্গত, মোদী সরকারের কাছে বাংলার পাওনা ১ লক্ষ কোটি টাকারও বেশি। শুক্রবার ৫ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে বাংলার প্রাপ্য টাকা নিয়েও সরব হয়েছেন। এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন মমতা। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার প্রাপ্য টাকা আটকানোর চেষ্টা করেছেন। বাংলার পাওনা টাকা আটকে রাজ্যের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল, অর্থাৎ ৮ আগস্ট সোমবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি উত্থাপন করবেন।

আজ, ৭ আগস্ট রবিবার রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ১৭ তম বৈঠকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা। আজকের বৈঠকেও কি মুখ্যমন্ত্রী তথা বাংলাকে অপমান করার ফন্দি আঁটছে মোদী সরকার? সেই আশঙ্কা থেকেই যাচ্ছি। জানা গিয়েছে, আজ দুপুর ৩টের বিমানে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#azadi ka amrit mahotsav, #Mamata Banerjee, #Narendra Modi, #central government

আরো দেখুন