দুর্গার দুবাই যাত্রা, নবদ্বীপের মৃৎশিল্পীর গড়া প্রতিমা পাড়ি দিল সৌদি আরবে
বাংলার মা দুর্গা পৌঁছলো সৌদি আরবে, নবদ্বীপের মৃৎশিল্পীর হাতে গড়া দুর্গা প্রতিমা পাড়ি দিল সৌদি আরবে। মাটির প্রতিমাটি নির্মাণ করেছেন নবদ্বীপের উত্তরবঙ্গপাড়ার মৃৎশিল্পী গৌতম সাহা। দেবীদুর্গা, অসুর, সিংহ এবং মহিষসহ মাতৃ প্রতিমাটির উচ্চতা সাড়ে তিন ফুট। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিকের উচ্চতা আড়াই ফুট। সর্বমোট প্রতিমার ওজন প্রায় ৬৫ কেজি। প্রতিমা তৈরি করতে ১৫ দিন মতো সময় লেগেছে। জরি, চুমকি, নানান রকম পাথর, পুঁতি ইত্যাদির সাহায্যে প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে।
মৃৎশিল্পী গৌতমবাবুর কথায়, তার হাতে গড়া প্রতিমা এবারই প্রথমে সৌদি আরবে পাড়ি দিল। গৌতমবাবুর তৈরি করা দুর্গা প্রতিমা দুবাইয়ের শারজায় পূজিত হবে। গৌতমবাবুর পুত্র শিল্পী গৌরব সাহা জানিয়েছে, বৈশাখ মাসে এক প্রবাসী বাঙালির মাধ্যমে তারা এই প্রতিমা তৈরির অর্ডার পেয়েছিলেন। গোটা রাজ্যের নানা প্রান্তে তাদের হাতের তৈরি প্রতিমার পুজো হলেও, এবারই তাদের তৈরি প্রতিমা প্রথম বিদেশে যাচ্ছে। মাতৃ প্রতিমা যাতে অক্ষত অবস্থায় বিদেশের মাটিতে পৌঁছয়, তার জন্যে বিশেষ ব্যবস্থা নিয়েছেন শিল্পী। প্রতিমার ওজন যতটা সম্ভব কম করা হয়েছে। প্লাইউড, থার্মোকল, কাগজ, পিচবোর্ড দিয়ে তৈরি পাঁচটি আলাদা বাক্সে করে প্রতিমা পাঠানো হয়েছে।