গুজরাতের ভোট ময়দানে শাহী প্রত্যাবর্তন! তবে কি শাহের দিল্লির দিন শেষ?
অমিত শাহের দিল্লির পাঠ কি শেষের পথে? ফের রাজ্য রাজনীতিতেই হাত পাকাবেন বিজেপির অঘোষিত নম্বর ২? এমনই জল্পনা শোনা যাচ্ছে। আসন্ন গুজরাত নির্বাচনে শাহকে মুখ্যমন্ত্রী মুখ করে এগোতে চাইছে গুজরাত বিজেপি। মোদী-শাহের অনুপস্থিতিতে গ্রহণযোগ্য মুখের অভাবে ভুগছে গুজরাত। মোদীর রাজ্যে বিজেপি গোষ্ঠীকোন্দলে নাজেহাল।
২০১৪ সালের পর থেকে বারবার গুজরাতের মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি (BJP)। প্রতিটি বিধানসভা নির্বাচনের প্রাককালে নতুন একজনকে মুখ্যমন্ত্রী করে নিয়ে আসা গুজরাত বিজেপির ট্রেন্ডে পরিণত হয়েছে। আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচন নিয়ে শঙ্কিত বিজেপি। গোষ্ঠী কোন্দল ও আম আদমি পার্টির মাথাচাড়া দেওয়ায় গুজরাত বিজেপির পায়ের তলার জমি সরে গিয়েছে।
আসন্ন নির্বাচনে গুজরাতে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হবেন, তা নিয়ে ক্রমশ কোন্দল বাড়বে বলেই মত সে রাজ্যের গেরুয়া শিবিরের। তাই অমিত শাহকেই চাইছেন তারা। নিজের রাজ্য গুজরাতের পদ্ম বাগানকে সতেজ রাখতে মোদী কি জাতীয় রাজনীতি ও সরকার থেকে অমিত শাহকে (Amit Shah) অব্যাহতি দেবেন? আর তিনি দিলেও; শাহ কি ফের রাজ্যস্তরে নেমে গিয়ে রাজনীতি করবেন? সেই সব প্রশ্ন ঘিরেই তুঙ্গে উঠছে জল্পনা।