ময়দানের তিন প্রধানের নামে ফুটবলের শহর শিলিগুড়ির তিনটি রাস্তার নামকরণ

ফুটবল প্রেমীদের শহর শিলিগুড়ি এবার অনন্য নজির তৈরির পথে।

August 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফুটবল প্রেমীদের শহর শিলিগুড়ি এবার অনন্য নজির তৈরির পথে। শিলিগুড়ি পুরসভা কলকাতা ময়দানের তিন প্রধান তথা ভারতের ঐতিহ্যবাহী তিন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের নামে সেখানকার তিনটি রাস্তার নামকরণ করতে চলেছে। শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, তারা শিলিগুড়ি শহরের তিনটি রাস্তা নাম ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, এই তিনটি ক্লাবই দেশজুড়ে জনপ্রিয়। শিলিগুড়িতে তিন ক্লাবের অসংখ্যক সমর্থক রয়েছে।

শোনা যাচ্ছে, শিলিগুড়ি পুরসভা ইতিমধ্যেই শহরের তিনটি রাস্তাকে চিহ্নিত করে ফেলেছে। যদিও কোন কোন রাস্তার নাম কোন ক্লাবের নামে রাখা হবে, তা এখনও তিন ক্লাবকে জানানো হয়নি। কেবল রাস্তার নামকরণ নয়, শিলিগুড়িতে তিন প্রধানের ম্যাচও আয়োজন করতে আগ্রহী শিলিগুড়ি পুরসভা।

শিলিগুড়ির ডেপুটি মেয়র জানিয়েছেন, তারা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। স্টেডিয়ামের পরিকাঠামো আধুনিকীকরণ করা হবে। উন্নতমানের পরিকাঠামো গড়ে তোলা হবে। দুই প্রধানের ডার্বি তথা জাতীয়স্তরের ম্যাচগুলি শিলিগুড়িতে আয়োজন করতে চাইছেন তারা। প্রসঙ্গত, ২৭ হাজার দর্শকাসন বিশিষ্ট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এর আগেও নেহরু কাপের মতো জাতীয়স্তরের প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen