সাপের কামড়জনিত মৃত্যু ঠেকাতে অভিনব উদ্যোগ বাংলার, চালু স্নেকবাইট প্রিভেনশন অ্যাপ

বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। আর কেবল বর্ষা নয়, সারা বছর পল্লী বাংলায় কমবেশি এই সরীসৃপদের উৎপাত লেগেই থাকে।

August 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। আর কেবল বর্ষা নয়, সারা বছর পল্লী বাংলায় কমবেশি এই সরীসৃপদের উৎপাত লেগেই থাকে। সেই সঙ্গে শোনা যায়, সর্প দংশনজনিত মৃত্যুর ঘটনা। শহরে এমন ঘটনার পরিমাণ তুলনায় কম। ২০১৬-২০১৮ সালের মধ্যে বাংলায় সাপের কামড়ের কারণে ৬০৯ জনের মৃত্যু হয়েছিল। হালে অবস্থা খানিক ভাল। তবে এবার সাপের কামড়জনিত মৃত্যু ঠেকাতে অভিনব উদ্যোগ নিল বাংলার সরকার। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে চালু করা হল অভিনব এক অ্যাপ। অ্যাপ্লিকেশনটির নাম রাখা হয়েছে ‘স্নেক বাইট প্রিভেনশন অ্যান্ড রিসকিউ’। গুগল প্লে স্টোর থেকে সহজেই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।

https://play.google.com/store/apps/details?id=com.wbhealth.snakebiteprevention

এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে। এমনকী সাপ উদ্ধারকারীদের নম্বরও দেওয়া থাকছে অ্যাপে। তাদের খবর দিলেই তারা সাপ উদ্ধার করে নিয়ে যাবনে। বজায় থাকবে বাস্তুতান্ত্রিক ভরসাম্য। সর্প দংশনের লক্ষণ, দংশনের পর কী কী উপসর্গ দেখা দিতে পারে, দংশনের পরের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। সাপ কামড়ানোর পর আক্রান্তকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পথকে আরও সুগম করে তুলছে এই অ্যাপটি। এই অ্যাপ হদিশ দেবে এমন সরকারি হাসপাতালের, যেখানে সাপের ওষুধ অর্থাৎ অ্যান্টি ভেনাম রয়েছে। সহজেই জিপিএস ট্র্যাক করে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। ফলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সাপের কামড়ানোর দরুণ মৃত্যুর সংখ্যা অনেকটাই নামিয়ে আনা যাবে, বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen