দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে: অনুব্রত কাণ্ডে তৃণমূল
বৃহস্পতিবার তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গ্রেপ্তারির পর দলের অবস্থান জানিয়ে দিলেন মন্ত্রী এবং দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, মানুষের কাছে ক্ষতিকর বা মানুষকে কেউ ঠকিয়েছে বলে মনে হলে দল তাঁকে সমর্থন করে না।
তৃণমূল (TMC) অন্যায়ের সঙ্গে আপস করে না, আজ সাফ জানিয়ে দেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। এছাড়াও তিনি জানান, ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়করা তাঁদের গ্রেপ্তারির পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম উল্লেখ করা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কোনও কেন্দ্রীয় এজেন্সি।
এছাড়াও সাংবাদিক বৈঠকে জানায় হয়, আগামীকাল, শুক্রবার এবং পরশু, শনিবার তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন বিভিন্ন জেলায় ইডি এবং সিবিআইয়ের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।