দেশ বিভাগে ফিরে যান

বিজেপি বিরোধী জোটে তৃণমূল কংগ্রেসকে স্বাগত, বার্তা দীপঙ্কর ভট্টাচার্যর

August 11, 2022 | < 1 min read

সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, ছবি সৌঃ indiatimes

বিহারে নীতীশ কুমার বিজেপি’র সঙ্গ ছেড়েছেন। এই ঘটনা জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya)। তাঁর মতে, দেশের প্রায় সব রাজ্যকে মহারাষ্ট্র মডেল করতে চাইছিল বিজেপি। সেই সময় মুখের মতো জবাব দিয়েছেন নীতীশ কুমার। উল্লেখ্য, নীতীশের নয়া সরকারকে সমর্থনের কথা জানিয়েছে সিপিআই(এমএল) (CPI-ML)।

পাশাপাশি দীপঙ্কর ভট্টাচার্য মনে করেন, দেশে জোরদার বিজেপি বিরোধী জোট চাই। আর সেই জোটে তৃণমূলও স্বাগত। যার প্রথম ও শেষ উদ্দেশ্য, বিজেপি’র (BJP) অপসারণ। দীপঙ্করবাবুর কথায়, ‘‘আমরা চাই বিজেপি বিরোধী জোট। যে জোটের ন্যূনতম কর্মসূচি থাকবে। সেই জোটে তৃণমূলও থাকতে পারে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Dipankar Bhattacharya, #Cpiml, #bjp

আরো দেখুন