দেশ বিভাগে ফিরে যান

বিলকিস বানো কাণ্ডে যাবজ্জীবন প্রাপ্ত ১১ জনের শাস্তি মকুব গুজরাতে

August 16, 2022 | < 1 min read

সোমবার, স্বাধীনতা দিবসের দিন গুজরাত সরকার ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের এগারো জন দোষীকে জেল থেকে মুক্তি দিয়ে দিল। সোমবার গোধরা জেল থেকে সকলেইমুক্তি পেয়ে গেছে বলে জানা গিয়েছে। ২০০৮ সালে এই ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু গুজরাত সরকারের শাস্তি মকুবের নিয়ম অনুযায়ী, দোষীদের একজন জেল থেকে ছাড়া পাওয়ার আবেদন করে। গুজরাত সরকার এই ব্যক্তির ব্যক্তির আবেদনের ভিত্তিতেই পনেরো বছর কারাবাসের পর ১১ জনের শাস্তি মকুব করে দিয়েছে।

গুজরাতে সবরমতী এক্সপ্রেসে ২০০২ সালে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর গোটা গুজরাত জুড়ে শুরু হয় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সেই সময়েই ২১ বছর বয়সি তরুণী গর্ভবতী বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। খুন করা হয় তাঁর তিন সন্তানকেও।

এরপর আহমেদাবাদে বিলকিসের মামলার (Bilkis Bano gang rape case) শুনানি শুরু হয়। কিন্তু সেখানে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেন বিলকিস। সুপ্রিম কোর্টের নির্দেশে মুম্বইতে স্থানান্তর করা হয় মামলাটি। তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে। ছ’বছর ধরে তদন্ত চলার পরে ২০০৮ সালে এগারোজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। তাদের মধ্যে ছিলেন দু’জন চিকিৎসক এবং কয়েকজন পুলিশকর্মীও।

TwitterFacebookWhatsAppEmailShare

#gujarat, #Bilkis Bano gang rape case

আরো দেখুন