রেকর্ড পরিমাণ আয় WBPDCL-এর, রাজ্য ডিভিডেন্ড থেকে পেল ৭৫ কোটি
জানা গিয়েছে, ওই অর্থ বছরে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মোট ৩০ হাজার ১০৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে।

২০২১-২২ অর্থ বছরে রেকর্ড পরিমাণ আয় করল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ৫০৩ কোটি আয় হয়েছে সংস্থার। ইতিমধ্যেই ডিভিডেন্ডের মধ্যে থেকেই প্রায় ৭৫ কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
জানা গিয়েছে, ওই অর্থ বছরে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মোট ৩০ হাজার ১০৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। তার আগের অর্থবর্ষে যার পরিমাণ ছিল ২৩ হাজার ৮৭৪ ইউনিট। অর্থাৎ বিদ্যুতের পরিমাণ ২৬.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনস্থ খনিগুলি থেকেও কয়লা উৎপাদনের পরিমাণ প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে চলতি বছর উৎপাদিত কয়লার পরিমাণ ১১.৬ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে। দেশের সেরা ১৫ তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকায় স্থান পেয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র।