AAP-নেতাদের বাড়িতে CBI: গোটা দেশে বিরোধী কণ্ঠরোধে একই কৌশল মোদী-শাহের?

দিল্লিতে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে কেজরিওয়ালের AAP সরকারের বিরোধ নতুন নয়।

August 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি মণীশ সিসৌদিয়ার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সিবিআই হানাকে স্বাগত জানিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, সিবিআই এসেছে। ওদের স্বাগত। আমরা খুবই সৎ। দেশে যারা ভাল কাজ করেন, তাদেরকেই এভাবে হেনস্থা করা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এই কারণে আমাদের দেশ এক নম্বর হতে পারল না।

আবগারি নীতিতে বেনিয়মের অভিযোগে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতেই সিবিআই অভিযান চলছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই সিবিআইকে চিঠি দিয়ে সিসৌদিয়া অভিযোগ জানিয়েছিলেন, অনুমোদনহীন এলাকায় মদের দোকান খোলার বিষয়ে নিজের অবস্থান পাল্টেছেন দিল্লির প্রাক্তন উপরাজ্যপাল অনিল বাইজল। সিবিআইয়ের কাছে স্বচ্ছ তদন্ত দাবিও করেছিলেন তিনি।

অন্যদিকে, ​দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগের তল্লাশি অভিযানে কিছুই পায়নি। এবারেও কিছু পাওয়া যাবে না।

সারা দেশেই বিরোধী দলগুলিকে দাবিয়ে রাখতে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মতো এজেন্সিগুলি দিয়ে চাপ বাড়াচ্ছে বিজেপি সরকার, এরকম অভিযোগ ভুড়িভুড়ি। বাংলার পর দিল্লিতেও দেখা যাচ্ছে একই ছবি।

প্রসঙ্গত, দিল্লিতে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে কেজরিওয়ালের AAP সরকারের বিরোধ নতুন নয়। এরপর বিজেপিকে হারিয়ে পঞ্জাবে সরকার গড়েছে Aam Aadmi Party। স্বাভাবিকভাবেই অ-বিজেপি রাজ্যগুলিতে চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী-শাহেরা। এখন গুজরাতেও নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে AAP। সেখানে ভাল ফল করতে পারে Aam Aadmi Party. এরকম মনে করেছেন অনেকেই। সুতরাং, নির্বাচনের আগে বদনাম করে কেজরিওয়ালদের কোনঠাঁসা করতেই যে কেন্দ্রীয় এজেন্সিগুলির এরকম পদক্ষেপ, এরকমই মনে করছে রাজনীতি বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen