← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
প্রতিরোধ ক্ষমতা কম হলে নিতে হবে কোভিডের দ্বিতীয় বুস্টার, জানাল WHO
প্রতিরোধ ক্ষমতা যাদের কম এবং কোভিড-১৯-এ ঝুঁকি থাকতে পারে, এমন ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বুস্টারের দ্বিতীয় টিকা নেওয়া উচিত, সুপারিশ করল WHO-র কোভিড সংক্রান্ত কমিটি। প্রাথমিক টিকার দেওয়ার পর আরও দুটি টিকা নিতে হবে, স্পষ্ট জানিয়েছে WHO-র করোনা সংক্রান্ত কমিটি। এর পর যাঁদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁরা নেবেন দ্বিতীয় বুস্টার।
দক্ষিণ আফ্রিকায় প্রথম খুঁজে পাওয়া করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন। এর সম্পর্কে এখনও অনেক কিছু জানা বাকি। জানা গিয়েছে এর উপসর্গ তেমন মারাত্মক না-হলেও এই নতুন রূপটি অতি-সংক্রামক। এই পরিস্থিতিতে WHO বুস্টার টিকার উপর ভরসা রেখেই ওমিক্রনের মোকাবিলা করতে চাইছে।