এভাবে সাজালে আপনার ছোট ঘরটিকেও বড় দেখাবে

ঠিকঠাক সাজালে ছোট ঘরকেও দেখতে তুলনামূলক ভাবে বড় লাগতে পারে।

July 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ছোট ঘর নিয়ে সমস্যায় পড়েন। কি করে সাজাবেন বুঝতে পারেন না। ঠিকঠাক সাজালে ছোট ঘরকেও দেখতে তুলনামূলক ভাবে বড় লাগতে পারে। রইল তারই কিছু টিপসঃ

আসবাবপত্র গুছিয়ে রাখুন

ঘরের সাইজ অনুযায়ী আসবাবপত্র নির্বাচন করুন এবং সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখুন। অপ্রয়োজনীয় আসবাব ঘরে রাখবেন না। তা অহেতুক ঘরের জায়গা দখল করে থাকে। 

পেন্টিং

পেইন্টিং যেমন ঘরের সৌন্দর্যকে বাড়ায়, তেমনি আপনার রুচির বহিঃপ্রকাশও ঘটায়। এ ছাড়া আপনি নানা ধরনের সিনারিক ওয়ালপেপারও  ব্যবহার করতে পারেন। 

ফ্রেঞ্চ উইন্ডো

মেঝে থেকে সিলিং পর্যন্ত বিস্তৃত ফ্রেঞ্চ উইন্ডো ঘরের স্পেসকে বড় করে দেখায়। এখন বেশ জনপ্রিয় এই জানালা। ফ্রেঞ্চ উইন্ডো আপনার ঘরকে দেবে নান্দনিকতার ছোঁয়া।

মেঝে ও সিলিংয়ে সাদা রঙের ব্যবহার

ঘরের মেঝে ও সিলিংয়ে সাদা রঙ ব্যবহার করলে ঘরকে দেখাবে আরো বড় এবং প্রশস্ত। এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঘোস্ট হোয়াইট, এগশেল, পার্ল, ক্রিম বা অফ হোয়াইট।

মাল্টিফাংশনাল ডেকর

আপনার ঘরের সাইজ ছোট হলে এ ক্ষেত্রে আপনি মাল্টিফ্যাংশনাল আসবাব ব্যবহার করতে পারেন। এ ধরনের আসবাব ব্যবহারে যেমন ঘরের জায়গা কম লাগে তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen