UPI লেনদেনে বসছে না চার্জ, অপারেশনাল কস্ট কমাতে হবে অন্য উপায়ে: অর্থমন্ত্রক
অবশেষে জল্পনার অবসান। অর্থমন্ত্রক সাফ জানাল, ইউপিআই লেনদেনে চার্জ বসানোর কোনও পরিকল্পনা নেই। কিছুদিন আগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি ডিসকাশন পেপার প্রকাশ্যে এসেছিল। ওই ডিসকাশন পেপারে ইউপিআই লেনদেনে চার্জ বসানোর ইঙ্গিত মিলেছিল। আর তার জেরেই নানা মহলে শুরু হয়েছিল জল্পনা। ২১ আগস্ট অর্থমন্ত্রক টুইট করে সে জল্পনা পুরোপুরি খারিজ করে দিয়েছে।
ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ নেওয়ার ইঙ্গিত দিলেও, রিজার্ভ ব্যাঙ্ক কোন নির্দেশ জারি করেইনি। এই বিষয়ে মতামত গ্রহণের জন্যেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই কারণে ডিসকাশন পেপারটির অবতারণা। রিজার্ভ ব্যাঙ্কের এক আধিকারিকের মতে, ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির পাশে দাঁড়াতেই তারা এমন ভেবেছিলেন। অপারেশনাল কস্টের বাড়তি বোঝা লাঘব করতেই এমনটা ভাবা হয়েছিল। লেনদেন প্রতি এক থেকে দু-পয়সা অপারেশনাল কস্ট বাবদ নেওয়ার কথা ভেবেছিলেন তারা। যদিও অর্থমন্ত্রক সেই জল্পনায় জল ঢেলে জানিয়েছে, ইউপিআই লেনদেনের জন্যে চার্জ নেওয়ার কোন পরিকল্পনা নেই। অপারেশনাল কস্ট কমানোর অন্য উপায় খুঁজতে হবে।