আইনের সংশোধনী অসাংবিধানিক? সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার
পরে আইন এনে, তা আগের সময় থেকে (retrospective effect) কার্যকর করাটা অসাংবিধানিক। বেনামী সম্পত্তি লেনদেন প্রতিরোধ আইনের সংশোধনী নিয়ে এরকমই রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতে ধাক্কা খেল মোদী সরকার। আদালতের এই রায়ের ফলে দেশের এক শ্রেণির ব্যবসায়ী তথা প্রভাবশালী ব্যক্তিরা হাজতবাস থেকে রেহাই পেতে পারেন ।
বেনামী সম্পত্তি লেনদেন প্রতিরোধ আইনের সংশোধিত ধারায় তিন পর্যন্ত কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা কিংবা দু’টি শাস্তিরই বিধান ছিল। শুধু তাই নয়, ২০১৬ সালের সংশোধনীতে মোদী সরকার সেই কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ তিন থেকে বাড়িয়ে সাত বছর করেছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনের সেই ৩(২) ধারাটিই বাতিল করে দিল । সংশ্লিষ্ট ধারায় সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সুযোগও থাকছে না আদালতের এদিনের রায়ের ফলে। তবে যেহেতু সংশোধনীই এসেছে ২০১৬ সালের ২৫ অক্টোবর, শুধুমাত্র সেই তারিখের আগের সমস্ত মামলার ক্ষেত্রে প্রযোজ্য আদালতের এই রায়।
মোদী সরকার কলকাতা হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে তার আগের সময় থেকেও সংশোধিত আইনটি কার্যকর করতে চেয়েছিল। বিভিন্ন মামলায় তদন্তকারী সংস্থাগুলি তা মেনেই সম্পত্তি বাজেয়াপ্ত এবং ফৌজদারি মামলা দাখিল করছিল। এদিন প্রধান বিচারপতি এন ভি রামনা, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ৯৬ পাতার রায়ে জানিয়ে দিল, ১৯৮৮ সালের বেনামী লেনদেন (প্রতিরোধ) আইনের ৩(২) ধারা অসাংবিধানিক। এটি ভারতীয় সংবিধানের ২০(১) অনুচ্ছেদের পরিপন্থী। সংশোধনী আইন যেদিন থেকে কার্যকর হয়েছে, কোনওভাবেই ওই নির্দিষ্ট ধারা প্রয়োগ করা যাবে না তার আগে থেকে।