পেগাসাস নিয়ে তদন্ত কমিটিকে সাহায্য করছে না কেন্দ্র: সুপ্রিম কোর্ট
এবার খোদ সুপ্রিম কোর্ট অভিযোগ জানালো যে কেন্দ্রীয় সরকার পেগাসাস তদন্তে আদালতের নির্দেশে গঠিত টেকনিক্যাল কমিটির সঙ্গে সহযোগিতা করছে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রমনার (NV Ramana) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলে, সংশ্লিষ্ট কমিটি রিপোর্টে জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার তাদের কোনও সাহায্য করছে না । ওই কমিটি ২৯টি ফোন পরীক্ষা করে দেখেছে। তার মধ্যে পাঁচটিতে ম্যালওয়্যার পাওয়া গেলেও এখনও পর্যন্ত পেগাসাস স্পাইওয়্যার (Pegasus) নিয়ে পরিপূর্ণ তথ্য প্রমাণ মেলেনি।
পেগাসাস স্পাইওয়্যার (Spyware) নিয়ে টেকনিক্যাল কমিটির রিপোর্ট পরীক্ষা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই অর্থে মোট তিনটি রিপোর্ট পাওয়া গিয়েছে, যার মধ্যে দুটি রিপোর্ট টেকনিক্যাল কমিটির, জানিয়েছে সুপ্রিম কোর্ট। তৃতীয়টি রিপোর্টটি অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের। রবীন্দ্রন কমিটিকে পেগাসাস সংক্রান্ত সামগ্রিক তদন্ত পর্যালোচনা করতে এবং টেকনিক্যাল কমিটিকে কারিগরি বিষয়গুলি দেখতে বলেছিল সুপ্রিম কোর্ট। যদিও গোটা রিপোর্ট জনসমক্ষে আনা হবে না, রিপোর্টের একাংশ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট।
ফের এই মামলার শুনানি হবে চার সপ্তাহ পর ফের ।